Saturday, September 26, 2009

বিভিন্ন ঘুর্নিঝড়ের নাম

0 comments
ঘুর্নিঝড়নার্গিস’ এর নামকরন করেছে পাকিস্তান। ফুলের নামে এর নাম। এরপর যে ঘুর্নিঝড়টি আসবে তারনাম অভয় (এবিএ)। এরপর আসবে- খায়মুক, নিশা, বিজলী, আইলা, ফিয়ান, ওয়ার্দ, লায়লা, বন্দু, ফেট, গিরি, জাল, কেইলা, থানে, মার্জান, নিলম, মাহাসেন, ফাইলিন, হেলেন, লহর, মাদী, নানাউক, হুদহুদ, নিলুফার, প্রিয়া, কোমেন, চপলা, মেঘ, ভালি, কায়ন্ত, নাদা, ভরদাহ, সামা, মোরা, অক্ষি, সাগর, বাজু, দায়ে, লুবান, তিতলি, দাস, ফেথাই, ফণী, বায়ু, হিকা, কায়ের, মহা, বুলবুল, সোবা, আমপান। আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।



আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক সুজিত কুমার দে শর্মা জানান, ২০০৬ সালের ৩০শে জানুয়ারী থেকে ৪ ফেব্রুয়ারী পর্যন্ত বাংলাদেশের সার্ক আবহাওয়া গবেষনা কেন্দ্রে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও) এবং ৮ দেশের সমণ্বয়ে গঠিত ‘Economic and social commission for Asia and Pacific’(ESCAP) এ Panel on tropical cyclone শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইএসসিএপি (ইসকেপ) প্যানেলভুক্ত বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা, ও থাইল্যান্ড-এ ৮টি দেশের প্রস্তাবিত নামের ভিত্তিতে সরব সম্মতিক্রমে ৬৪টি ঘুর্নিঝড়ের নাম গৃহিত হয়। নামগুলো শুধু বঙ্গোপসাগরেআরব সাগরে সৃষ্ট ঘুর্নিঝড়গুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাংলাদেশের দেয়া নাম - নিশা, গিরি, হেলেন, চপলা, অক্ষি, ফণী, অনিল, অগ্নি।

0 comments:

Post a Comment