Sunday, October 11, 2009

নীলকন্ঠ বসন্তবৈরী

0 comments



নামটি আমার বলি- নীলকন্ঠ বসন্তবৈরী .
ইংরেজীতে বলি- Blue Throated Barbet

দেখতে আমি যেমন - মাথা থেকে লেজ পর্যন্ত আমি প্রায় ২৩ সে.মি লম্বা,আমার সমস্ত শরীর সবুজ,গালের দু'পাশে নীলাভ,মাথার উপরের দিকটায় লাল,চোখের পাশে কালো দাগ আছে।

যেথায় আমার বাস-নিবাস- এদেশে আমায় খুব একটা দেখতে পাবে না,কষ্ট করতে হবে।হিমালয়ের ২২৫০ মি.এলাকা জুড়ে আমার বিচরন খুব বেশি। সাধারণত বট পাঁকুরের ডালে একা বা অন্য পাখী ভায়াদের সাথে আমায় দেখতে পাবে ।

আমার খাবার মেন্যু- নানা ধরনের পোকা-মাকড়,বট-পাঁকুরের ফল আমার খুব প্রিয় ।

যেভাবে আমি ডাকি- আমি কোমল স্বরে কুট...উ.উ.উ....রুক বলে ডেকে উঠি।




Writer সোমা 
************************
কিছু গুগল্ ছবি
************************
ফ্লিকর এর কিছু ছবি
***********************



0 comments:

Post a Comment