Sunday, October 18, 2009

হাট্টিমা

0 comments
লিখেছেন : সোমা

নামটি আমার বলি- হাট্টিমা

ইংরেজীতে বলি- Red-wattled Lapwing
বৈজ্ঞানিক নাম- Vanellus indicus
আমার যত নাম- টিটি,ট্টিটিভ,লাল লতিকা,হাটিটি।
দেখতে আমি যেমন -আকারে আমি প্রায় ৩৫সে.মি লম্বা।
মাথা,গলার সম্মুখভাগথেকে বুক পর্যন্ত কালো।লম্বা হলদে পা,চোখের পাশ থেকে নিচের দিকে,পেট পর্যন্ত সাদা,পিঠ ও ডানা তামাটে বাদামি বর্ণের,লেজ কালো।ঠোটের সামনের অংশ কালো।আমরা মেয়ে পাখি আর ছেলে পাখি দেখতে প্রায় একই রকম।
যেথায় আমার বাস-নিবাস - জলাভূমির পাখি আমি।বিল-ঝিলের ধারে মাটিতে গর্ত খুড়ে বাসা বাঁধি।
আমার খাবার মেন্যু- জলজ কীট-পতঙ্গ,শামুক,মাছ ।
প্রজনন সময়-মার্চ-আগষ্ট,ডিম সংখ্যা-৪/৬ টি।


0 comments:

Post a Comment