Tuesday, October 20, 2009

কমলাফুলি

0 comments

নামটি আমার বলি- কমলাফুলি

ইংরেজীতে বলি-Orange-Headed Thrush,Whitethroated Ground Thrush
বৈজ্ঞানিক নাম- Zoothera citrina
দেখতে আমি যেমন- আকারে আমি প্রায় ২১সে.মি লম্বা।সুরমা রংয়ের ডানা ও পিঠ,মাথা,গলা,বুক ও পেট কমলা বর্ণের।ঠোঁট কালো।
যথায় আমার বাস-নিবাস- আমি বন,বাঁশঝাড়,বাগিচায় ঘুড়ে বেড়াই। কদাচিৎ আমায় লোকালয়ে দেখতে পাবে ।
আমার খাবার মেন্যু- কীট-পতঙ্গ,বুনোফল ।
যেভাবে আমি ডাকি- আমি উচ্চস্বরে ক্রিইইইইই..... করে ডাকি।
আমায় নিয়ে একটা দারুন ছড়া আছে । ছোট্টবেলায় তোমরা সবাই পড়েছ,
‘‘কমলাফুলি কমলাফুলি,কমলালেবুর ফুল
কমলাফুলির বিয়ে হবে কানে মতির দুল
কমলাফুলির বিয়ে দেখতে যাবে
ফলার খাবে চন্দনা আর টিয়ে,
কোথায় থাকো কমলাফুলি ?
‘সিলেট আমার ঘর’
টিয়ে বলে দেখতে যাব পাখায় দিয়ে ভর।


Writer: Soma

0 comments:

Post a Comment