Tuesday, October 13, 2009

বাঁশপাতি

0 comments

নামটি আমার বলি- বাঁশপাতি
ইংরেজীতে বলি-Small green Bee Eater
দেখতে আমি যেমন- আপদামস্তক ২১ সে.মি লম্বা।ঠোঁটটি আমার লম্বা আর বাঁকানো,গায়ের রং সবুজ,মাথা ও ঘাড় লালচে বাদামি,লেজের মাঝখানে সরু কাঠির মত লম্বা পালক আছে,পা কালচে।আমাদের পুরুষ ও স্ত্রী পাখি দেখতে প্রায় এক রকম।
যেথায় আমার বাস-নিবাস -বাংলার সমতলভূমির পাখি আমি,নিচু গাছে বা বৈদ্যুতিক তারে বসে থাকি।
আমার খাবার মেন্যু- কীট-পতঙ্গ আমাদেও প্রধান খাবার।
যেভাবে আমি ডাকি- ট্রি...ট্রি...ট্রি...ট্রি... স্বরে ডেকে উঠি।


লিখেছেন : সোমা

0 comments:

Post a Comment