Thursday, October 29, 2009

টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি লিডারস পুরস্কার পেলেন মনিকা ইউনূস

0 comments
নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের মেয়ে এবং অপেরা শিল্পী মনিকা ইউনূস পেলেন ‘দোহা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি লিডারস পুরস্কার’। নিজ নিজ কাজের ক্ষেত্রে ভালো করার পাশাপাশি যাঁরা নানা বিষয়ে সচেতনতা তৈরিতে নিজের তারকাখ্যাতি কাজে লাগান, তহবিল গঠন করেন, পরিবেশ বা মানবতায় ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করেন—এ রকম তারকাদের এ পুরস্কার দেওয়া হয়।

‘আউটস্ট্যান্ডিং হিউম্যানিট্যারিয়ান’ বিভাগে মনিকাকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। মনিকা তাঁর কর্মজীবনের শুরু থেকেই ‘সবারই কিছু দেওয়ার আছে’ ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছেন। যেকোনো মানুষের মধ্যেই কিছু করার ক্ষমতা রয়েছে—এটাই এ ধারণার মূল কথা।
৩০ অক্টোবর কাতারের দোহায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার দেওয়া হবে। ৩১ অক্টোবর কাতারের রাজপরিবারের আমন্ত্রণে এক নৈশভোজে অংশ নেবেন তিনি।
মনিকাসহ এ বছর স্যার বব জেলডফ কেবিই, স্যার কিংসলে সিবিই, জোশ হার্টনেট, ড্যানি বয়েল, ক্রিশ্চিয়ান কোলসন, সেরেনা উইলিয়ামস, ভেনাস উইলিয়ামস ও স্যার রিচার্ড ব্র্যানসন এ পুরস্কার পেয়েছেন। ওয়েবসাইট।

0 comments:

Post a Comment