Thursday, October 8, 2009

বিশ্বের সেরা শহর

0 comments
এই পৃতিবীতে কত সুন্দর সুন্দর জিনিস আছে আমরা কি তার সব জানি? জানলেও অল্প কয়েকটা জানি। এই পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর শহরও আছে। সে শহর গুলো দেখতে না জনি কত সুন্দর। দেখতে না পারলেও আজকে জানব বিশ্বের সেরা শহর কোন গুলো।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন Mercer গত ২৮ এপ্রিল ২০০৯ এক জরিপ প্রতিবেদন প্রকাশ করে। বিশ্বের ২১৫টি শহরের মধ্যে চালানো হয় এ জরিপ।
* বসবাসের জন্য বিশ্বের সেরা তিন শহর- ১। ভিয়েনা (অস্ট্রিয়া), ২। জুরিখ (সুইজারল্যান্ড) ও ৩। জেনেভা (সুইজারল্যান্ড)।
*অবকাঠামোগত দিক থেকে বিশ্বের সেরা তিন শহর- ১। সিঙ্গাপুর, ২। মিউনিখ (জার্মানি) ও ৩। কোপেনহেগেন (ডেনমার্ক)।
* বসবাসের জন্য উপযোগিতা বিবেচনা করে ঢাকার অবস্থান ২০৫ এবং অবকাঠমোগত দিক থেকে ১৯৭। * জরিপের সর্বশেষ (২১৫তম) অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ

Vienna, Austria
Zurich, Switzerland
Geneva, Switzerland

Singapore
Munich, Germany
Copenhagen, Denmark
Dhaka, Bangladesh
Baghdad, Iraq

0 comments:

Post a Comment