Monday, October 19, 2009

প্রবাল চৌধুরী

0 comments

প্রবাল চৌধুরী বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীত শিল্পী। তিনি ১৯৪৭ সনে চট্টগ্রামের রাউজানের বিনাজুরিত গ্রামে জন্মগ্রহণ করেন।তিনি ১৯৬৬ সাল থেকে বেতারে গান গাওয়া শুরু করেন। ক্লাসিক্যাল সংগীত আর ভরাট কণ্ঠের অধিকারী এই শিল্পীকে আশির দশকে সঙ্গীতবোদ্ধারা অভিহিত করেছিলেন বাংলাদেশের হেমন্ত মুখোপাধ্যায় হিসেবে। হেমন্তের প্রতিটি গানই তার গলায় বেশ শোভা পেত।

তার গাওয়া ‘সোনা বউ' চলচ্চিত্রের‘আমি ধন্য হয়েছি ওগো ধন্য,তোমারি প্রেমেরই জন্য’বেশ জনপ্রিয়তা লাভ করে। এছাড়াও তার উল্লেখযোগ্য গানের মধ্যে আছে 'লোকে যদি মন্দ কয়, সেতো নহে পরাজয়', 'আরে ও প্রাণের রাজা, তুমি যে আমার' ইত্যাদি।
১৭ অক্টোবর,২০০৯ রোজ শনিবার তিনি পরলোক গমন করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

0 comments:

Post a Comment