Saturday, November 7, 2009

বনসুন্দরী

0 comments

লিখেছেন : সোমা
নামটি আমার বলি-বনসুন্দরী

ইংরেজীতে বলি- Indian Pitta
বৈজ্ঞানিক নাম - Pitta brachyura
দেখতে আমি যেমন- আকৃতিতে প্রায় ১৯ সে.মি।ঠোঁট,চোখ কালো,কানের দু’পাশ থেকে ঘাড় বরাবর কালো কাজল টানা। মাথা-বুক-পেট হলুদ,পিঠ ও ডানা সবুজ।ডানায় খানিকটা আকাশী নীলের ছোঁয়া আছে।লেজ নেই বললেই চলে।
যেথায় আমার বাস-নিবাস-আমি ভারতীয় উপমহাদেশের পাখি।বন-বাগিচায় থাকি,দিনের বেশিরভাগ সময় শিকার ধরতে মাটিতেই থাকি।
আমার খাবার মেন্যু- পোকা-মাকড়।
যেভাবে আমি ডাকি -তীক্ষ্ণ শীসের মতো করে উইইইইইট.....পিউউউ করে ডাকি।
প্রজনন সময়- বর্ষাকাল



0 comments:

Post a Comment