Sunday, November 22, 2009

বাংলা - প্রথম শ্রেণী

0 comments
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় বিষয়গুলোর নাম লেখো।
জাতীয় ফুল = সাদা শাপলা।
জাতীয় ফল = কাঁঠাল।
জাতীয় মাছ = ইলিশ।
জাতীয় পশু = রয়েল বেঙ্গল টাইগার।
জাতীয় পাখি = দোয়েল।
জাতীয় বন = সুন্দরবন।
জাতীয় খেলা = হা-ডু-ডু।
জাতীয় কবি = কাজী নজরুল ইসলাম।
জাতীয় মসজিদ = বায়তুল মোকাররম মসজিদ।
জাতীয় দিবস = ২৬ মার্চ।
খাবার
প্রশ্ন: যা চিবিয়ে খেতে হয় না।
১. চা ২. কফি ৩. শরবত ৪. মধু ৫. দুধ ৬. পানি।
প্রশ্ন: দুধ দিয়ে তৈরি খাবারের নাম।
১. দই ২. মাখন ৩. ছানা ৪. পায়েস ৫. ফিরনি ৬. সেমাই।
ফুল
গন্ধযুক্ত/সাদা ফুল: ১. গন্ধরাজ ২. বেলি ৩. বকুল ৪. হাসনাহেনা ৫. রজনীগন্ধা।
গন্ধবিহীন/লাল ফুল: ১. জবা ২. মাদার ৩. শিমুল ৪. পলাশ ৫. কৃষ্ণচূড়া।
শীতকালীন ফুল:
১. ডালিয়া ২. চন্দ্রমল্লিকা ৩. গোলাপ ৪. সূর্যমুখী ৫. জিনিয়া।
গ্রীষ্মকালীন ফুল:
১. গন্ধরাজ ২. বেলি ৩. চাঁপা ৪. রজনীগন্ধা ৫. কৃষ্ণচূড়া।
হলুদ ফুল:
১. সূর্যমুখী ২. গাঁদা ৩. কাঁঠালী চাঁপা ৪. কদম ৫. সরিষা ফুল।
অন্যান্য ফুলের নাম:
১. মাধবীলতা ২. মালতী ৩. দোপাটি কলমি ৪. শিউলি/ শেফালি ৪. ধুতরা ৬. ঝুমকোলতা ৭. পদ্ম ৮. যূথি ৯. শাপলা ১০. চাঁপা।
ফল
গ্রীষ্মকালীন ফল: ১. আম ২. জাম ৩. কাঁঠাল ৪. আনারস ৫. লিচু।
শীতকালীন ফল:
১. কমলা লেবু ২. কামরাঙ্গা ৩. জলপাই ৪. চালতা ৫. বরই।
সব সময় পাওয়া যায়:
১. কলা ২. পেঁপে ৩. লেবু ৪. ডালিম ৫. ডাব।
মিষ্টি ফল:
১. আম ২. কলা ৩. খেজুর ৪. লিচু ৫. কাঁঠাল।
টক ফল:
১. তেঁতুল ২. কুল/বরই ৩. জলপাই ৪. আমড়া ৫. কামরাঙ্গা।
রসযুক্ত ফল:
১. তরমুজ ২. আনারস ৩. আঙুর ৪. বেদানা ৫. কমলা।

0 comments:

Post a Comment