Wednesday, November 25, 2009

জিরিয়া

0 comments

নামটি আমার বলি - জিরিয়া
ইংরেজিতে বলি - Little Plover, Little Ring Plover
বৈজ্ঞানিক নাম - Charadrius dubius
আমার যত নাম - ছোট জিরিয়া,ছোটনথ জিরিয়া

দেখতে আমি যেমন - আমি আকারে প্রায় ১৬সে.মি লম্বা। ঠোঁটের উপরের সামান্য অংশ সাদা,কপাল কালো,চাঁদি ধুসর বাদামী, চোখের পাতা হলুদ তার মাঝে কালো চোখ।গলা আর ঘাড় সাদা,ঠিক তার নিচ থেকে শুরু হয়েছে কালো মোটা বৃত্ত,বুক থেকে শুরু করে লেজের নিচ পর্যন্ত সাদা।কালো ঠোঁট,লম্বা সরু দুখানা কালচে হলুদ পা। পিঠ,ডানা আর লেজের উপরের অংশ ধুসর বাদামী।
যেথায় আমার বাস-নিবাস - আমি তোমাদের দেশে অতিথি হয়ে আসি,জলার ধারে দৌড়ে দৌড়ে চলি।শুকনো ডালপালা দিয়ে মাটিতেই বাসা বানাই।
আমার খাবার মেন্যু - কেঁচো,জলের পোকা।



0 comments:

Post a Comment