Tuesday, November 3, 2009

সাতগম্বুজ মসজিদ, মোহাম্মদপুর , ঢাকা

0 comments
মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের কিছুটা পশ্চিমেই রয়েছে মুঘল আমলের সাতগম্বুজ মসজিদ। ১৭শ শতকের শেষ দিকে নির্মিত এ মসজিদে শায়েস্তা খাঁর আমলের স্থাপত্যিক নিদর্শন সুস্পষ্ট। মসজিদের চারকোনে চারটি এবং মাঝখানের তিনটি গম্বুজসহ এ মসজিদে মোট সাতটি গম্বুজ রয়েছে। এর বৈশিষ্ট হলো, চারকোণে চারটি দ্বিতল অষ্টভুজ মিনার, সে সবের ওপর ছোট আকারের গম্বুজ। এ মিনারগুলো প্রত্যেকটি স্বতন্ত্র কাঠামোর ওপর নির্মিত। এক সময় মসজিদের পশ্চিম পাশ দিয়ে বয়ে যেত বুড়িগঙ্গা নদী। আদিতে জায়গাটির নাম ছিল জাফরাবাদ। এখন স্থানটি মোহাম্মদপুর নামে পরিচিত। কারুকার্য মণ্ডিত তিনটি প্রবেশপথ রয়েছে মসজিদটিতে। মাঝখানের প্রবশপথটি দুইপাশের প্রবেশপথ থেকে কিছুটা বড়। এ মসজিদের নামে ধানমন্ডির সর্ববহৎ প্রধান সড়ক সাত মসজিদ সড়কের নামকরণ হয়েছে।
শুরুতে এ মসজিদের প্রকৃত রং ছিল লাল, পরে তা করা হয় সাদা। এর গম্বুজগুলোর রং সাদা করা হলেও দীর্ঘদিনের অযত্ন ও সংস্কারের অভাবে শ্যাওলা জমে এখন তা কালচে রং ধারণ করেছে। দেয়ালের চুন-সুরকিও খসে গেছে। দু-এক জায়গায় ফাটলও দেখা গেছে। জরুরি ভিত্তিতে এর সংস্কারের দাবি জানায় এলাকাবাসী।

ছবিঃ কালের কন্ঠ

0 comments:

Post a Comment