Thursday, November 5, 2009

গুরম্নদুয়ারা নানকশাহী

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অনেক দর্শনীয় স্থানের একটি হল কলা ভবনের সামনে গুরম্নদুয়ারা নানকশাহী। কথিত আছে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরম্ন নানক ১৫০৪ সালে এখানে এসেছিলেন। অনেকটা এক গম্বুজ মসজিদ আকৃতিতে তৈরি এটি।

কেন্দ্রীয় গম্বুজ সম্বলিত কৰ ঘিরে কয়েকটি অলিন্দ ও কুঠুরী রয়েছে এর ভেতর। খিলানযুক্ত প্রবেশপথ দিয়ে এগুলো একটি অপরের সাথে যুক্ত। মাঝখানের কৰে রয়েছে শিখ ধর্মের ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব রাখার পবিত্র বেদী। প্রতি শুক্রবার প্রার্থনা উপলৰে এখানে অনেক শিখ ধর্মানুসারীর আগমণ ঘটে।