Tuesday, December 1, 2009

ধুপিনিবক

0 comments

নামটি আমার বলি - ধুপিনিবক

ইংরেজিতে বলি - Grey Heron
বৈজ্ঞানিক নাম - Ardea cinerea
আমার যত নাম - ধুপনিবক ,ধবলবক,খাইরাবক,পিডালিবক, অঞ্জন,সাদাকাক।
দেখতে আমি যেমন - আকারে প্রায় ৯৮সে.মি ল। গায়ের পালক ছাই রংয়ের, লম্বা হলুদ পা,আমার চোখের উপর ভ্র'র অংশটা কালো,সেখান থেকেই লম্বা এক জোড়া কালো টিকি বেড়িয়েছে,ডানার ভারী পালকগুলো কালো,লম্বা হলুদ তীক্ষ্ণ ঠোঁট।
যেথায় আমার বাস-নিবাস - ভারতীয় উপমহাদেশের জলায় আমি বিচরণ করি। অন্য বক ভায়াদের মত আমায় এতো দেখতে পাবে না।আমি একা চরে বেড়াতে পছন্দ করি।গাছের উঁচু ডালে খড়কুঁটো আর ছোট ডালপালা দিয়ে বাসা বাঁধি। তোমাদের দেশে শীতকালে আমায় বেশি দেখতে পাবে।
আমার খাবার মেন্যু - শামুক,মাছ,ব্যাঙ।
প্রজনন সময়- মার্চ থেকে জুলাই। ডিম সংখ্যা- ৩ থেকে ৬ টি।




0 comments:

Post a Comment