Wednesday, December 23, 2009

CV আর Resume এর মধ্যে তফাত কি?

0 comments
আসলে তেমন কোন পার্থক্য নেই!

British রা বলে Curriculum Viate (CV)
আর American রা বলে Resume. তবে কিছুটা পার্থক্য আছে।
পার্থক্যটা অনেকটা Shall আর Will এর পার্থক্যের মত!
CV এর মানে হল Written Record of educational qualification.
Resume এর সাহায্যে educational, এবং অভিজ্ঞতার বিষয়গুলোও তুলে ধরা হয়।
তবে দুটো একই কাজে ব্যবহৃত হয়। চাকরীর বিজ্ঞাপনে যদি লেখা না থাকে CV না Resume জমা দিতে হবে, তাহলে আপনার যেটা ভাল লাগে আপনি সেটা লিখবেন।
Munna

0 comments:

Post a Comment