Sunday, December 13, 2009

XP Codec Pack 2.4

0 comments
নামেই বোঝা যাচ্ছে, জিনিসটা কি। তারপরও কিছু বাড়তি প্যাচাল যোগ করি, নাকি?
এটি উইন্ডোজ এক্সপির জন্য একটি ফুল কোডেক প্যাক। এর সাথে কোন প্লেয়ার দেওয়া নেই। এই কোডেকটি ইনষ্টল করলে আপনি আপনার পিসির উইন্ডোজ মিডিয়া প্লেয়ারেই সব ধরনের মিডিয়া ফাইল চালাতে পারবেন। সঅঅঅঅব ধরনের। কাজেই, নো চিন্তা। যদি আপনার পিসিতে বাড়তি কোন প্লেয়ার রাখতে না চান, তাহলে এটা ইনষ্টল করেই সব কাজ চালাতে পারবেন। শুধুমাত্র উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ব্যবহার করেই। এটা দিয়ে আপনি সাবটাইটেল যোগ করেও মুভি দেখতে পারবেন। এটি ব্যবহার করা খুব সোজা।
এর বিকল্প হিসেবে আছে "K-Lite Media Codec Pack"। এটির ব্যাপারে কিছু বলার নেই। বেশিরভাগ মানুষই কোডেকের জন্য এটি ব্যবহার করে থাকেন। তবে, এর সাথে একটি মিডিয়া প্লেয়ার দেওয়া থাকে। যেটি "XP Codec Pack" এর সাথে নেই।
দুটিই ফ্রিওয়্যার।
এখন ইচ্ছে আপনার।
যদি ""XP Codec Pack" ডাউনলোড করতে চান, তাহলে নিচের লিংকে ক্লিক করুন।
"XP Codec Pack 2.4"
এই ফাইলটিও .জিপ ফরম্যাটে দেওয়া আছে। সাইজঃ ৬.৮৭ মেগাবাইট।

0 comments:

Post a Comment