Tuesday, January 19, 2010

পতঙ্গভুক কালোগৃবা

0 comments
লিখেছেন : সোমা
নামটি আমার বলি - কালোগৃবা পতঙ্গভুক
ইংরেজিতে বলি -Black-naped Monarch
বৈজ্ঞানিক নাম - Hypothymis azurea
দেখতে আমি যেমন - আকারে প্রায় ১৬সে.মি লম্বা। সমস্ত দেহ নীল রংয়ের পালকে ঢাকা তবে বুকের নিচ থেকে শুরু করে লেজের অংশটুকু ধিরে ধিরে সাদা হয়েছে।নীল পা আর ঠোঁট। ঠোঁটের উপরে কালো গোঁফের মত পালক আছে আর চাঁদিও কিছু পালকও কালো রংয়ের।মেয়ে পাখির পালক কিছুটা ধুসর বাদামী হয়ে থাকে।চোখ কালো।
যেথায় আমার বাস-নিবাস - ভারতীয় উপমহাদেশের গভীর জঙ্গলে আমায় খুঁজে পাবে।গাছের সরু ডালে পেয়ালা সদৃশ বাসা বানিয়ে আমি সংসার পাতি।
আমার খাবার মেন্যু - কীট-পতঙ্গ ।
প্রজনন সময়-মে থেকে জুলাই। ডিম সংখ্যা- ২ থেকে ৩ টি।

External Link: http://allbirdhere.blogspot.com/2012/05/blog-post_47.html

0 comments:

Post a Comment