Tuesday, January 26, 2010

শীতে ঠোঁটের যত্ন

0 comments
 ঠোঁট ফাটা থেকে বাঁচতে এবং ঠোঁট সুরক্ষিত রাখতে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে গ্লিসারিন ও ভ্যাসলিন একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগাবেন।
 শীতকালে ঠোঁটে জমে থাকা মরা কোষ পাতলা চামড়ার স্তর পড়ে। ভেজা অবস্থায় বা গোসলের সময় তা পাতলা কাপড় দিয়ে ঘষে তুলে ফেলবেন। এতে ঠোঁটের গোলাপি আভা ফুটে উঠবে।
 সপ্তাহে দুই থেকে তিন দিন দুধের সর ও মধু মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট ঠোঁটে রেখে ধুয়ে ফেলবেন। এতে শীতের রুক্ষতা থেকে আপনার ঠোঁট সুরক্ষিত থাকবে।
 লেবু খাওয়ার পর খোসায় লবণ লাগিয়ে ঠোঁটে ঘষলে ঠোঁটের কালো দাগ দূর হবে।
মনে রাখুন
সব সময় ভালো ব্র্যান্ডের গ্লস ও লিপস্টিক ব্যবহার করবেন এবং একটি লিপস্টিক এক বছরের বেশি সময় ব্যবহার করবেন না। বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজাবেন না, এতে ঠোঁটে রুক্ষভাব হয়। অনেকের ঠোঁটে বেশিক্ষণ লিপস্টিক থাকে না। এ ক্ষেত্রে রূপবিশেষজ্ঞ নাহিন বলেন, মুখে লাগানোর ফাউন্ডেশন ঠোঁটে লাগিয়ে লিপলাইনার দিয়ে এঁকে নেবেন। তারপর একটি স্তর লিপস্টিক লাগিয়ে টিস্যু পেপার দিয়ে চেপে এর ওপর পাউডার দিন। পরে টিস্যু দিয়ে চেপে লিপস্টিক লাগিয়ে নিন। এতে দীর্ঘক্ষণ ঠোঁটে লিপস্টিক থাকবে। অবশ্যই লিপস্টিক ব্রাশ দিয়ে দেবেন তাহলে ঠোঁটে ভালোভাবে মিশবে।

0 comments:

Post a Comment