Sunday, May 9, 2010

টুবু

0 comments
আফ্রিকার টুবু উপজাতিরা শিকারের জন্যে এক ধরনের থ্রোইং নাইফ ব্যবহার করে, যা দেখতে ঠিক উড়ন্ত পাখির মতো।-রঙিন পাখি ফিজ্যান্ট এক মাস না খেয়ে কাটিয়ে দিতে পারে।সাইবেরিয়ার ইয়াকুতরা বিশেষ এক ধরনের ডেজার্ট তৈরি করে থাকে, যা তাদের কাছে খুবই প্রিয়। টক দুধের সঙ্গে জামজাতীয় জল, শিকড় এবং হাড় মিশিয়ে তৈরি করা হয় এই ডেজার্ট। ভীষণ শক্ত এই খাবার খাওয়ার আগে গলিয়ে নিতে হয়।

0 comments:

Post a Comment