Thursday, May 6, 2010

বাংলাদেশ

0 comments
বাংলাদেশের মোট আয়তন _১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার
বাংলাদেশের মোট সীমান্তের দৈর্ঘ্য_ ৪,৭১১ বর্গকিলোমিটার
ভারতের সঙ্গে বাংলাদেশের সীমন্তের দৈর্ঘ্য_ ৩,৭১৫ বর্গকিলোমিটার
মিয়ানমারের সঙ্গে মোট সীমান্তের দৈর্ঘ্য_ ২৮০ বর্গকিলোমিটার
বাংলাদেশের সমুদ্রসীমার দৈর্ঘ্য_ ৭১৬ বর্গকিলোমিটার
বাংলাদেশের অবস্থান
(ক) ২০০৩র্৪ উত্তর থেকে ২৬০৩র্৮ উত্তর অক্ষাংশ
(খ) ৮৮০০র্১ পূর্ব থেকে ৯২০৪র্১ পূর্ব দ্রাখিমা পর্যন্ত বিস্তৃত।
বাংলাদেশের পশ্চিম এবং উত্তরে_ ভারত।
বাংলাদেশের পূর্বে_ ভারত ও মিয়ানমার।
বাংলাদেশের দক্ষিণে_ বঙ্গোপসাগর।
বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা_ ৩৬৭ কিলোমিটার।
বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা_ ১২ নটিক্যাল মাইল।
কঙ্বাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য_ ১৫৫ কিলোমিটার।
মোট বনাঞ্চলের আয়তন_ ২২,৫৮৪ বর্গকিলোমিটার।
বরেন্দ্রভূমির মোট আয়তন_ ৯,৩২৪ বর্গকিলোমিটার।
বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়_ গারো পাহাড়।
বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম_ কিয়োক্রাডাং।
বাংলাদেশের বৃহত্তম জেলা_ রাঙ্গামাটি (পার্বত্য চট্টগ্রাম)

0 comments:

Post a Comment