Wednesday, June 23, 2010

ছৌ নৃত্য

0 comments
মানব সভ্যতার ক্রমবিকাশের মানদণ্ড হিসেবে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে ভাষা একটি অন্যতম উপাদান। মানুষের ভাব প্রকাশের আদি মাধ্যম হলো নৃত্য, যাকে ভাষার আদি রূপত্ত বলা যেতে পারে। আর এই বিষয়টি যখন একটি শিল্প রূপে পরিচিতি লাভ করে তখন সকল মানুষের অনুভূতিতে একই ধরনের রস আস্বাদিত হয়। আর তাকেই বলা হয় নৃত্যভাষার সার্বজনীনতা। ইতিহাস থেকে জানা যায়, ভারতবর্ষের প্রাচীন এবং প্রথম শিল্পই হচ্ছে নৃত্য। এদেশে বর্তমানে নৃত্যচর্চা চলছে ব্যাপকভাবে। আজ বিষয়টি গবেষণারও অংশ। এক সময়ের অবহেলিত নৃত্য আর নৃত্যশিল্পীরা আজ দেশের বিরাট সম্পদ। প্রতিদিনই সংযোজন হচ্ছে এই বিষয়টিতে নতুন নতুন শাখা। তারই একটি ছৌ-নৃত্য। এই নৃত্যকে বাংলার এক প্রকার লোকনৃত্যই বলা যায়। পৌরাণিক কাহিনীর ভিত্তিতে এই ছৌ নাচ। উপমহাদেশের হাজারো লোকনৃত্য থেকে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রাষ্ট্রীয় নৃত্য পর্যায়ে উন্নীত হতে বিভিন্ন কাল পরিক্রমায় এক একটি নৃত্যশৈলীতে যে পর্যায়ক্রমিক বিবর্তন ধারা পরিলক্ষিত হয় তারই একটি পর্যায় অতিক্রম করে আজ আবির্ভূত ছৌ-নৃত্য ধারাটি। এই নৃত্যধারাগুলোর আঙ্গিক বিশ্লেষণে দেখা যায়, একদিকে যেমন আদিবাসী নৃত্যের বিষয় ও বৈশিষ্ট্যের এক অনবদ্য প্রকাশ অন্যদিকে এই নৃত্যের প্রয়োগশৈলীতে লোকজীবনের সাংস্কৃতিক ঐতিহ্যের অপূর্ব ছন্দোময় প্রকাশ। বর্তমান যুগের নৃত্য রীতিতে বিমূর্ত বা বর্ষণমূলক যেসমস্ত নিরীক্ষাধর্মী নৃত্য সৃষ্টি হচ্ছে সেগুলোর পরিকল্পনার ক্ষেত্রে এই নৃত্য ধারাটি একটি বলিষ্ঠ মাধ্যম হিসেবে নৃত্য শিল্পী ও দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছে।

0 comments:

Post a Comment