Sunday, July 11, 2010

মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি কাঁচাবাজার

0 comments
১৯৯৮ সালে ঢাকা সিটি করপোরেশন মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি কাঁচাবাজার মার্কেটটি প্রতিষ্ঠা করে। সেই সময় তৎকালীন মেয়র মোহাম্মদ হানিফ মার্কেটটি উদ্বোধন করেন। তবে ব্যবসায়ীরা জানায় ৯৮ সালের পূর্বে কিছু দখলদার বাহিনীর হাতে সরকারি জায়গাটি অবরুদ্ধ ছিল। সিটি করপোরেশন এবং ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে জায়গাটি দখলে আসে।
মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি কাঁচাবাজার ক, খ ও গ মোট ৩টি প্লটে ৬২ শতাংশ জায়গা রয়েছে। মোট ৩০৬টি দোকান তৈরি এবং বরাদ্দ দিয়েছে ডিসিসি ব্যবসায়ীদের মধ্যে। মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আবুল মিয়া এবং সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন জানান, ৩টি প্লটের মোট ৮৪টি পশ্চিম এবং উত্তর সাইডের দোকান কিছু পেশিশক্তির লোক জোরপূর্বক দখল করেছে। এই দোকানগুলো ডিসিসি ব্যবসায়ীদের বরাদ্দ দিয়েছিল, কিন্তু গত ১৪ জুন তারা দখল নিয়ে যায়। মার্কেটের ব্যবসায়ীরা জানায়, যখন দোকানগুলো ভেঙে দেয়াল করতে থাকে তখন ডিসিসি কর্তৃপক্ষকে জানানো হলে ডিসিসির কর্মকর্তারা এসে বাধা দেয়ার চেষ্টা করলেও তারা বাধা মানেনি। ডিসিসির কর্মকর্তারা এ ব্যাপারে একটি ইসু করে পুলিশ কমিশনার, ডিসি, এসি এবং মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর পেস করে। ব্যবসায়ীরা জানায়, ডিসিসির বরাদ্দপ্রাপ্ত মালিক যাদের দোকান ভাঙা হয়েছে সম্পূর্ণ বর্বরোচিতভাবে দোকানে যা মালামাল ছিল তা লুটপাট হয়েছে। ডিম, মুরফগ, মাছ ব্যবসায়ী যারা ছিল তাদের ডিসিসি কর্তৃক বরাদ্দকৃত দোকান ভেঙে ফেলায় তারা বর্তমানে বেকার জীবন যাপন করছে। ব্যবসায়ীরা জানায়, এদের বিচারের জন্য থানা পুলিশ পর্যন্ত সেদিন এই গরীব ব্যবসায়ীদের কোনো মামলা গ্রহণ করেনি। অথচ ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা মামলা পুলিশ গ্রহণ করেছে, ফলে ব্যবসায়ী ভুক্তভোগীরা, যারা দোকানহারা হয়েছে তারা এখন বেকার হয়ে পড়েছে পথে পথে ঘুরে বেড়াচ্ছে।

0 comments:

Post a Comment