Monday, July 26, 2010

ডায়বেটিক রোগীদের জন্য

1 comments
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বিজ্ঞানীদের সফল গবেষণালব্ধ হারবাল উদ্ভাবন এন্টি-ডায়াবেটিক টি ‘ডায়াবিনো’। যা তৈরি হয়েছে জারুল গাছের পাতা থেকে। জারুল গাছের কচি পাতার নির্যাসে রয়েছে কোরোসলিক এসিড যা ডায়াবেটিক রোগে প্রাকৃতিক ইনসুলিন হিসেবে কাজ করে। সেই সাথে প্রচুর পরিমাণে এন্টি-অক্সিডেন্ট, বিশেষ করে ভিটামিন-ই রয়েছে হার্ট, কিডনি, লিভার সুরক্ষা সহ সৌন্দর্য রক্ষায় বিশেষ কাজ করে। ডায়াবিনো চুমুকেই তিনটি সমাধান দেয় তাহলো- ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, বাড়তি মেদ কমায় ও তারুণ্য দীর্ঘায়িত করে। আমেরিকা, জাপান, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় এই গবেষণা একইভাবে প্রমাণিত। প্রাকৃতিক ইনসুলিন সমৃদ্ধ ‘ডায়াবিনো’ ডায়াবেটিস রোগীদের ইনসুলিন নির্ভরতা কমায় বিস্ময়করভাবে। ফেম ফার্মাসিউটিক্যালস ‘ডায়াবিনো’ স্যাচেটস আকারে বাজারজাত করছে। সম্পূর্ণ হারবাল উপাদানে প্রস্তুত তাই সবার জন্য নিরাপদ ও কার্যকর। কেনার জন্য অথবা পরিবেশক হতে যোগাযোগ করা যাবে এই নম্বরগুলোতে: সাইন্সল্যাব শো-রুম, ঢাকা। ডাঃ প্রিন্স ঃ ০১৭১২২৬৬০৯০। ঢাকা হেড অফিস: ৮৮-০২-৮৮১৭৯৫০

1 comments:

Post a Comment