Sunday, August 1, 2010

খিলগাঁও সুপার মার্কেট

0 comments
খিলগাঁও সিটি করপোরেশন মার্কেটটির জায়গা এক সময় ছিল বাংলাদেশ রেলওয়ের। ১৯৯০ সালে ঢাকা সিটি করপোরেশন আওতায় নেয়া হয় কিন্তু বাংলাদেশ রেলওয়ের জায়গা থাকাকালীন এক সার্কুলারের মাধ্যমে এখানকার ব্যবসায়ীদের কাছ থেকে এককালীন দোকান বাবদ নেয়া হয়। ব্যবসায়ীরা জানান, ঢাকা সিটি করপোরেশনের অধীনে মার্কেটটি থাকলেও সিটি করপোরেশন ব্যবসায়ীদের মার্কেট তৈরি করে দেয়নি। পরবর্তীতে ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগে এবং অর্থকড়ি খরচ করে মার্কেট তৈরি করে, অথচ নামে মাত্র ঢাকা সিটি করপোরেশন মালিক হলেও ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি মাসে ৮৩৭টি দোকান থেকে প্রায় ২০ লাখ টাকা আদায় করছে। খিলগাঁও বাজারটিতে নন্দীপাড়া, বাসাবো, শাহজাহানপুর এলাকার লোকজন বাজার করতে আসে। এখানে মানুষ প্রয়োজনীয় সবধরনের পণ্যই সুলভমূল্যে পেয়ে থাকে। এই বাজারে পণ্য খুচরা এবং পাইকারি বিক্রি হয়।

খিলগাঁও বাজার (সিটি করপোরেশন) দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি খালেদ মাহমুদ এবং সাধারণ সম্পাদক মোঃ মোকশেদ আলী সরদার মার্কেটে বেশকিছু সমস্যা তুলে ধরে বলেন, বাজারে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে প্রায় ২ ফুট পানি জমে যায়। তাতে দোকানদার ও ক্রেতাদের ভোগান্তির শেষ থাকে না। মার্কেটে বাথরুম, সুইপার এবং কোনো নৈশ প্রহরী সিটি করপোরেশন থেকে দেয়া হয়নি। ব্যবসায়ীদের টাকা বাথরুমসহ সুইপার ও নৈশ প্রহরীর ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া মার্কেটের বাউন্ডারির প্রধান গেইট ব্যবসায়ীদের নিজস্ব টাকায় করা হয়েছে। ব্যবসায়ীরা জানায়, ঢাকা সিটি করপোরেশনের কাগজে কলমে টোল মার্কেট নাম হলেও ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত ৫ টাকা ৫০ পয়সা স্কয়ার ফুট ভাড়া নিচ্ছে সুপার মার্কেটের নিয়মে।

0 comments:

Post a Comment