Saturday, August 21, 2010

তারা মসজিদ

0 comments
মসজিদের শহর হিসেবে রাজধানী ঢাকার পৃথিবীব্যাপী খ্যাতি রয়েছে। আর এ খ্যাতি অর্জন করতে আমাদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘদিন। একটু পিছনের দিকে তাকালেই দেখা যাবে ১৮৩২ সালে ঢাকার তৎকালীন ম্যাজিস্ট্রেট জর্জ হেনরি ওয়াল্টার তার এক রিপোর্টে উল্লেখ করেন যে, তৎকালীন সময় ঢাকায় মসজিদের সংখ্যা ছিল মাত্র ১৫৩টি। কিন্তু সময়ের স্রোতে বর্তমানে ঢাকায় মসজিদের সংখ্যা প্রায় ১০ হাজার ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হয়। আর এসব মসজিদের বেশিরভাগই পুরনো ঢাকায় অবস্থিত। পুরনো ঢাকার ৬/৩ আবুল খয়রাত রোডস্থ তারা মসজিদ, ঢাকা তথা বাংলাদেশের ঐতিহাসিক ও কারুকার্য খচিত মসজিদগুলোর মধ্যে অন্যতম।

১৭১১ খ্রিস্টাব্দে মির্জা গোলাম পীর কর্তৃক তারা মসজিদটি প্রতিষ্ঠিত। পরবর্তীতে ১৯৫৬ সালে স্থানীয় ব্যবসায়ী আলীজান বেপারি নিজ অর্থে মসজিদটির কারুকার্য সৌন্দর্য বৃদ্ধি করেন এবং মসজিদটির পাশেই দারুল কোরান ফ্রি ফোরকানিয়া মাদ্রাসার প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মসজিদটি এর কারুকার্যের জন্য বিখ্যাত। ১৯৮৫ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ স্বেচ্ছায় মসজিদটির সম্প্রসারণ ও সৌন্দর্যকরণ করেন। পরবর্তী সময়ে ১৯৮৭ সালের ৪ ডিসেম্বর শুক্রবার হুসেইন মুহম্মদ এরশাদ এখানে জুমার নামাজ আদায়ের মাধ্যমে এ মসজিদটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আওতায় নিয়ে আসেন। বর্তমানে মসজিদটি সরকারি তত্ত্বাবধানে রয়েছে। মো. তোফাজ্জল হোসাইন এ মসজিদটির মুয়াজ্জিন, সহকারী ইমাম, হেফজখানা ও মক্তবের দায়িত্ব পালন করছেন। ১৯৮৭ সাল থেকে নিয়মিত তিনি এসব দায়িত্ব পালন করে আসছেন। মসজিদটির পাশেই রয়েছে মাদ্রাসা যার দেখাশোনাও মসজিদ কর্তৃপক্ষই করে থাকেন। বর্তমানে মাদ্রাসাটির মক্তবে ২ বেলা ২৫০ জন ছাত্র, হেফজখানায় ৫০ জন ছাত্র পড়াশোনা করছে আর শিক্ষক হিসেবে মক্তবে ৫ জন ও হেফজখানায় ২ জন দায়িত্ব পালন করছেন। বর্তমানে ঢাকার জেলা প্রশাসক এ মসজিদটির তত্ত্বাবধায়ক ও মসজিদ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া স্থানীয়দের নিয়ে গঠিত এ কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আলহাজ জাহাঙ্গীর মো. আদেল। এছাড়াও ইমাম মুফতি খতিব রশিদ আহম্মেদ ও ইমাম মাওলানা শহীদুল ইসলাম মসজিদটির ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মসজিদটির দেয়ালের কারুকার্যগুলো অসম্ভব সুন্দর আর এসব কারুকার্যের জন্য ভারত থেকে কারুকার্য খচিত টাইলস ও পাথর আমদানি করা হয়েছিল।

0 comments:

Post a Comment