Sunday, August 8, 2010

কাপ্তান বাজার ডিসিসি মার্কেট

0 comments

স্বাধীনতার আগে থেকেই কাপ্তান বাজার রোড সাইড সিটি করপোরেশন মার্কেটটি টিনশেড ছিল। স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনী মার্কেটের শেষ মাথায় পূর্ব প্রান্ত থেকে চতুর্দিকে আক্রমণ করত। সে সময় পাক বাহিনী মার্কেটটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে মার্কেটটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। তখন মার্কেটে দু-একজন বিহারি ছাড়া অধিকাংশই বাঙালি ব্যবসায়ী ছিল। যুদ্ধ চলাকালীন দীর্ঘ ৯ মাসে মার্কেটের খালি জায়গা পড়ে থাকে। দেশ স্বাধীন হওয়ার পর ব্যবসায়ীরা পুনরায় নিজ খরচে আধাপাকা কিছু ঘর এবং মুলির বেড়া দিয়ে দোকান তৈরি করে ব্যবসা শুরু করে। ব্যবসায়ীরা জানায়, ঢাকা সিটি করপোরেশন ১৯৮৩ সালে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিটি দোকান থেকে সেলামি নিয়ে দ্বিতীয় তলা মার্কেট তৈরি করে দেয়। সে থেকে ব্যবসায়ীরা ডিসিসি’র ধার্যকৃত ভাড়া প্রতিমাসে পরিশোধ করে যাচ্ছে। অথচ দীর্ঘদিন ধরে মার্কেটটি অবহেলা-অযতেœ চলছে। ব্যবসায়ীরা জানান, আমরা এই মার্কেটের বৈধ ব্যবসায়ী হওয়া সত্ত্বেও আমরা মার্কেটের দৈন্যদশা সম্পর্কে মেয়র বরাবর অনেক আবেদন করেও কোনো লাভ হয়নি। এই মার্কেটটি দীর্ঘ ২৭ বছরে সংস্কার, এমনকি চুনকাম না করার কারণে মার্কেটের জায়গায় জায়গায় আস্তর নষ্ট হয়ে বিল্ডিংয়ের ক্ষতি হচ্ছে। বিল্ডিংয়ের জল ছাদখানা ড্যামেজ সুরকি দিয়ে তৈরি করা, যা বর্ষাকালে সুরকির ভিতর পানি জমে দ্বিতীয় তলায় ছাদের কোনো কোনো জায়গায় পানিতে নষ্ট হচ্ছে, যা সংস্কারের ব্যবস্থা একান্ত জরুরি হয়ে পড়ছে। এছাড়া দ্বিতীয় তলার রেলিংটি সম্পূর্ণ বিল্ডিং থেকে আলাদা হয়ে টেলিফোনের খাম্বার সাহায্যে আটকে আছে। যে কোনো সময় নিচে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া মার্কেটের টয়লেট ব্যবস্থা অত্যন্ত খারাপ, যা ঢাকা শহরে মার্কেটের জন্য বেমানান। এটা আবার ইজারা দেয়া হয়েছে, যা সারাদিন বন্ধ থাকে। টয়লেট ব্যবহার না করতে পেরে ব্যবসায়ীগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। ব্যবসায়ীরা টয়লেট ব্যবস্থা আধুনিকায়নের দাবির পাশাপাশি সংস্কারের আবেদন জানান ডিসিসি’র প্রতি। অন্য দিকে মার্কেটের ছাদের পশ্চিম পার্শ্বে বিলবোর্ড স্থাপন করায় মার্কেটটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মার্কেটটি পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সুইপার নিয়োগ দেয়া হয়নি। পাহারার জন্য নাইট গার্ড নেই। তাছাড়া আর আনুষঙ্গিক যেসব দায়িত্ব রয়েছে ডিসিসি’র তার কোনোটাই পূরণ করা হচ্ছে না। অথচ মাসে মাসে দোকান ভাড়া পরিশোধ করা যাচ্ছে। কাপ্তান বাজার পৌর মার্কেট ব্যবসায়ী সমিতির বর্তমান সভাপতি শেখ মোঃ খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন জানান, এই মার্কেটটি সরকারি ঘোষণা অনুযায়ী প্রতি শুক্রবার পূর্ণদিবস এবং শনিবার অর্ধদিবস বন্ধ থাকে। দ্বিতীয়তলা মার্কেটটিতে মোট ১৭০টি দোকান রয়েছে। এখানে হার্ডওয়ারসহ ভ্যারাইটিজ দোকান রয়েছে।
০০ হামিদুল করিম ০০

0 comments:

Post a Comment