Thursday, August 26, 2010

পৃথিবীর প্রথম সংবাদপত্র

0 comments
পৃথিবীর প্রথম নিয়মিত সংবাদপত্র আমাদের আজকের সংবাদপত্রের মতো ছিল না। প্যাপিরাসের পাতায় হাতে লেখা সংবাদ তখন পৌঁছত গ্রাহকদের হাতে হাতে, যাদের মধ্যে গ্রামে বসবাসকারী লোক যেমন ছিল তেমনি ছিল পর্যটকরা, যারা নিজ দেশের খবরাখবর জানতে চাইত। এ ধরনের নিয়মিত পত্রিকা সম্ভবত গ্রিক ভাষাতে সর্বপ্রথম হেলেনিস্টিক সময়ে (৩২৩ খ্রি.পূ.) নগরকেন্দ গুলোতে যেমন- আলেকজান্দি য়ায় প্রকাশিত হতে শুরু করে। খ্রিস্টপূর্ব প্রথম শতকে ল্যাটিন ভাষায় লিখিত এ জাতীয় সংবাদপত্র রোমান সাম্রাজ্যের বিভিন্ন স্থানে প্রকাশিত হতে থাকে। এটি খ্রিস্টপূর্ব প্রথম শতক থেকে শুরু হয়ে খ্রিস্টীয় প্রথম শতক পর্যন্ত প্রকাশিত হয়েছিল। প্রতিদিনের খবর (Diunna) নামে দৈনন্দিন খবর পরিবেশনার পাশাপাশি সিনেটের কার্যবিবরণী কোর্টের মামলা, অফিসিয়াল ঘোষণাসমূহ জন্ম-মৃত্যুর খবর, আর্থিক রিপোর্ট, খেলাধুলার খবর এমনকি সাহিত্যকর্মও প্রকাশ করা হতো। এটিই প্রথম পত্রিকা যেখানে সাংবাদিক ও সম্পাদসহ একদল স্থায়ী কর্মকর্তা-কর্মচারী কাজ করত।

0 comments:

Post a Comment