Monday, September 6, 2010

পেন্টাগন

0 comments
আধুনিককালে বিল্ডিং নির্মাণ শিল্পের প্রচণ্ড রকম অগ্রগতি হয়েছে। বর্তমানে ১০০ তলাবিশিষ্ট বহু বিল্ডিংও নির্মিত হচ্ছে। কর্মক্ষেত্রেও এ ধরনের বিল্ডিং এখন ব্যবহৃত হচ্ছে। এ ধরনের বড় অফিস বিল্ডিংগুলোর মধ্যে পৃথিবীর সর্বাপেক্ষা বড় অফিস বিল্ডিংটি হচ্ছে 'পেন্টাগন বিল্ডিং'। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আরলিংটনে (Arlington) পটোম্যাক নদীর পশ্চিম তীরে পেন্টাগন বিল্ডিং অবস্থিত। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের অফিস বসাতে এটিকে নির্মাণ করা হয়েছিল। বিল্ডিংটি ৫ তলাবিশিষ্ট এবং ৫ ভুজযুক্ত আর এ জন্যই এ বিল্ডিংটির নাম রাখা হয়েছে 'পেন্টাগন'। ১৯৪৩ সালের ১৫ জানুয়ারি বিল্ডিংটির নির্মাণ কাজ শেষ হয়। বিলাসবহুল এ বিল্ডিংয়ের নির্মাণ কাজে খরচ হয়েছিল প্রায় ৮ কোটি ৩০ লাখ ডলার। একে অপরকে ঘিরে ৫টি সমকেন্দ্রিক পঞ্চভুজ আছে পেন্টাগনে (pentagon)। বিল্ডিংটির বাইরের দিককার প্রতিটি ভুজের দৈর্ঘ্য ২৮১ মি. (৯২১ ফুট) এবং পরিসীমা ১৩৭০ মি. (১৫০০ গজ)। পাঁচ তলাবিশিষ্ট এ বিশাল বিল্ডিংটির মেঝের মোট ক্ষেত্রফল ৬ লাখ ৪ হাজার বর্গমিটার (৬৫ লাখ বর্গফুট)। প্রায় ২৯ হাজার লোক এখানে কাজ করে। এছাড়াও পৃথিবীর সর্বাপেক্ষা বেশি সংখ্যক টেলিফোন যোগাযোগ ব্যবস্থা আছে পেন্টাগন বিল্ডিংয়ে। এই বিখ্যাত বিল্ডিংয়ের মোট টেলিফোনের সংখ্যা হলো ৪৫ হাজার এবং ২ লাখ ৫৭ হাজার ৫০০ কি. মি. (১ লাখ ৬০ হাজার মাইল) লম্বা টেলিফোনের তারের সঙ্গে তা যুক্ত। প্রতিদিন ২২০ জন লোক প্রায় ২ লাখ ৮০ হাজারটি টেলিফোন কলে মনোনিবেশ করে থাকে। বিল্ডিংটিতে রয়েছে ২টি রেস্টুরেন্ট, ৬টি ক্যাফেটরিয়া এবং ১০টি স্ন্যাকবার (Snackbar) যেখানে মোট কর্মী সংখ্যা ৬৭৫ জন। পেন্টাগন বিল্ডিংয়ের নিচ থেকে সবকটি বলয় ও করিডর ঘুরে পাঁচতলায় পৌঁছতে হলে কাউকে ২৭ কিলোমিটার হাঁটতে হয়। পেন্টাগন বিল্ডিংয়ে সর্বমোট ৭ হাজার ৭৪৮টি জানালা রয়েছে।
এটি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ও বিলাসবহুল বিল্ডিংগুলোর মধ্যে অন্যতম এবং পৃথিবীর সর্ববৃহৎ অফিস গৃহ।
FileServe

0 comments:

Post a Comment