Wednesday, September 8, 2010

ওরা রক্ত বিক্রি করে ঈদের সেমাই খাবে!

0 comments
অপেক্ষার প্রহর কাটে না ওদের। কখন আসবে খদ্দের! সকাল গড়িয়ে সন্ধ্যা আসে। ভাগ্যে জোটে না কোনো খদ্দের। একবুক দীর্ঘশ্বাস ছেড়ে খদ্দেরের আশায় আবারো অপেক্ষার পালা। যেমন করেই হোক অন্তত দু'চারজন খদ্দের তাদের চাই-ই। বিক্রি করতে হবে রক্ত। আর সেই রক্ত বিক্রির টাকায় ঈদের দিন পরিবার-পরিজন নিয়ে সেমাই কিনে খাবে জবেদ আলী, খয়বর মণ্ডল, কমলা ও সুরমা। আর মাত্র দুদিন পরই ঈদের আনন্দে ভাসবে সারা দেশ। কিন্তু ওদের সংসারে ঈদের আনন্দ ফিরেনি। পরিবারের সদস্যরা তাকিয়ে আছে কবে তারা ঈদের খরচ নিয়ে ঘরে ফিরবে। ঈদের দিন কাটবে আনন্দে। কিন্তু ঈদ খরচের টাকা এখনো সংগ্রহ করতে পারেনি তারা। তাই ওরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত বিক্রি করতে এসেছে। গতকাল সন্ধ্যায় ব্লাড ব্যাংকের সামনে কথা হয় তাদের সঙ্গে। দিনাজপুরের পার্বতীপুর এলাকা থেকে এসেছে খয়বর মণ্ডল (৪৫)। এলাকায় কাজ না থাকায় ছুটে এসেছে বিভাগীয় শহরে। তিনদিন ঘুরে কাজ না পেয়ে বেছে নেয় রক্ত বিক্রির পথ। বাড়িতে তার অপেক্ষায় পথ চেয়ে আছে স্ত্রী ও ছেলেমেয়েসহ ৬ জন। সে জানায়, 'অবিব্যার (রবিবার) এক ব্যাগ (এক পাউন্ড) রক্ত ব্যাচে তিনশ টাকা পাছি। খাইতে গেইছে একশ টাকা। ঈদের আগে আরো ৩-৪ ব্যাগ রক্ত বিক্রি না করলে কাপড়-চোপর কিনা দুরে থাউক, সামাই-চিনি কিনাও হবার ন্যায়।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

0 comments:

Post a Comment