Wednesday, September 15, 2010

অপরিচিত

0 comments
আলম ও নীলা, এক অদ্ভূত দম্পতি। আলম ভীষণ নিরীহ গোছের। স্ত্রীকে প্রচন্ড ভালোবাসে। কিন্তু নিলা আলমকে সন্দেহ করে। নিলা প্রায়ই স্বপ্ন দেখে আলম তাকে খুন করে ফেলছে। নিলার স্বপ্নগুলো হয়তোবা শুধুই স্বপ্ন। কিন্তু সে বাস্তব জীবনে সে সব স্বপ্নের মিল খুঁজে পায়। একটা সময় আলম-নিলা দুজনই স্বপ্ন এবং বাস্তবের মাঝামাঝি এক অদৃশ্য জায়গায় আটকে যায়। আলম কোনভাবেই নিলাকে শান্ত করতে পারে না। এভাবেই চলতে থাকে নাটকটির কাহিনী।
নাটকটির রচনা ও পরিচালনায় অনিমেষ আইচ। নাটকটিতে অভিনয় করেছেন অপি করিম, ফারজানা চুমকী, পার্থ প্রমুখ।

0 comments:

Post a Comment