Saturday, September 18, 2010

উজিফি গ্যালারি

0 comments
ইতালির ফ্লোরেন্সে অবস্থিত এ জাদুঘরের চারপাশেই যেন ছড়ানো আছে এর সব দর্শনীয় বস্তু। এর আশপাশে তাকালেই দেখা যায় বিখ্যাত সব ভাস্কর্য। যেন মনে হবে পাথরের জীবন্ত সব মূর্তি চেয়ে চেয়ে তোমাকেই দেখছে। তুমি সেখানে গেছ বলেই তারা খুশি হয়ে তাদের ভঙ্গিতে তোমার কাছে ইতিহাসের সব কথা খুলে বলবে। জাদুঘরের ভেতরে গেলেই দেখা যাবে বিখ্যাত ভাস্কর বোত্তিসেলি্লর 'বার্থ অফ ভেনাস' এবং 'প্রিমাভেরা' নামের নয়নাভিরাম ভাস্কর্যগুলো। সেখানে আরো আছে বিখ্যাত চিত্রকর মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো দ্যা ভিঞ্চির আঁকা ছবি।

0 comments:

Post a Comment