Sunday, September 5, 2010

মাছেরা কি ঘুমায়

0 comments
মাছের আরেক নাম অনিমেষ অর্থাৎ যার চোখের পাতা পড়ে না। সেজন্য ধরে নেওয়া যায় মাছ ঘুমায় না। ঘুমাতে পারে না। কিন্তু বাস্তবে দেখা যায় ঘুমের মতো তন্দ্রা অবস্থায় অনেক মাছই বিশ্রাম নেয়। ঘুমন্ত অবস্থায় মাছ নিঃসাড় হয়ে ভাসতে থাকে অথবা নদী কিংবা সমুদ্রে তলদেশে শুয়ে থাকে। কোনো কোনো মাছ রীতিমতো বালি খুঁড়ে শয্যা তৈরি করে ঘুমায়

0 comments:

Post a Comment