Monday, September 13, 2010

শুভলং, রাঙামাটি

0 comments
শুভলঙের ঝর্নাটি বেশ আকর্ষণীয়। এখানে স্নান করলে মন ভরে যাবে আনন্দে। কাপ্তাই লেকের কোলে বিশাল উঁচু পাহাড়ের গা বেয়ে এ ঝর্নার জল এসে পড়ে নিচে। যদিও এ সময়ে এ ঝর্নার জলে কিছুটা ঘাটতি দেখা যায়। ইচ্ছে হলে বোট থামিয়ে ঝর্নার জলে শরীরটা ভিজিয়ে নিতে পারেন। শুভলং যাওয়ার পথে আরো দু-একটি ছোট ছোট ঝর্নার দেখা মিলবে। সেগুলোও দেখে নিতে পারেন।

কিভাবে যাবেন : রাঙামাটি শহর থেকে ইঞ্জিন বোটে শুভলং যেতে সময় লাগে প্রায় দুই ঘন্টা। রিজার্ভ বাজার, তবলছড়ি বাজার এবং পর্যটন কমপ্লেক্স থেকে ইঞ্জিন বোট ভাড়া পাওয়া যায়। যাওয়া আসার ভাড়া ৭০০- ১৫০০ টাকা। যেতে পারবেন ১০ থেকে ২০ জন। সম্প্রতি চালু হয়েছে এই পথে আধুনিক জলযান কেয়ারী কর্ণফুলী। এছাড়া রিজার্ভ বাজার থেকে সকাল থেকে দুপুরের পর পর্যন্ত লোকাল লঞ্চ ছাড়ে বিভিন্ন গন্তব্যে। সকালে উঠলে ফিরতি পথেও পেয়ে যাবেন কোনো লঞ্চ। ঘুরে আসতে পারেন সেসব কোনো লঞ্চেও। শুভলং যতো না সুন্দর, তার চেয়ে আরো সুন্দর এর যাওয়ার পথটি। দুপাশে উঁচু পাহাড় তার মাঝ থেকে নিরবধি বয়ে চলা কাপ্তাই লেক।

0 comments:

Post a Comment