Thursday, October 28, 2010

লালমনিরহাট জাদুঘর

0 comments
লালমনিরহাট জেলার ইতিহাস-ঐতিহ্যকে ধরে রাখতে একটি জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন আশরাফুজ্জামান। তিনি জেলা শহরের পূর্ব থানাপাড়াস্থ নিজ বাড়ি সবুজ নীড়ে ২০০৩ সালের ১৮ মে 'লালমনিরহাট জেলা জাদুঘর' নামে একটি সংগ্রহশালার সূচনা করেন। ওই সংগ্রহশালায় সংরক্ষিত আছে এরই মধ্যে ৩৫০ রকমের প্রাচীন ও আধুনিক মুদ্রা, বিভিন্ন তৈজসপত্র, বাদ্যযন্ত্র, অলঙ্কার, মুক্তিযুদ্ধের স্মৃতি, প্রাচীন দলিল, পুঁথি, পাণ্ডুলিপি, দুই হাজার গ্রন্থ, স্মরণিকা, পত্রপত্রিকা, কীর্তিমান ব্যক্তিবর্গের ছবি ও পরিচিতিসহ নানা ঐতিহাসিক উপকরণ। তার জাদুঘর এরই মধ্যে লালমনিরহাটের স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বেশ পরিচিতি পেয়েছে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তার জাদুঘর ব্যবহারের জন্য আসছেন। বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবদুল জলিল, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি তরিক আলী, স্থানীয় সংসদ সদস্যসহ অনেক দেশবরেণ্য ব্যক্তি আশরাফুজ্জামানের জাদুঘর পরিদর্শন করেছেন। এসেছেন জাপান ও নরওয়ের পর্যটক। আশরাফুজ্জামান এরই মধ্যে 'লালমনিরহাট জেলার ইতিহাস' নামক একটি পুস্তক রচনা করেছেন। তার ইচ্ছা আগামীতে এ জাদুঘরটি আরও সমৃদ্ধ করা, সংগ্রহের পরিমাণ বাড়ানো। ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত এ জাদুঘর আর্থিক সহায়তা পেলে আরও বড় হবে।



রেজাউল করিম, লালমনিরহাট

0 comments:

Post a Comment