Thursday, October 21, 2010

চুলের যত্ন

0 comments
-চুলের যত্নে প্রতিদিন চুল ও মাথার ত্বক পরিষ্কার রাখতে হবে। যাতে ডেডসেল বেশি না জমে।

-প্রয়োজন মনে করলে প্রতিদিন শ্যাম্পু করুন। মনে রাখতে হবে, শ্যাম্পুটি যেন মাইল্ড হয়। প্রয়োজনে বেবি শ্যাম্পু ব্যবহার করতে পারেন।

-মাথা ম্যাসাজ করার সময় নখ যেন তালু স্পর্শ না করে, সেদিকে লক্ষ রাখতে হবে।

-মাঝে মাঝে শ্যাম্পুর সঙ্গে দুটো ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে নিতে পারেন।

-চুল চিকন হলে শ্যাম্পু করার কিছুক্ষণ আগে কন্ডিশনার লাগাতে পারেন।

-শ্যাম্পুর সঙ্গে একটা ডিম মিশিয়ে নিতে পারেন, ডিমের প্রোটিন চুলের ভলিউম বাড়াতে সাহায্য করে। লেবু কিংবা কিউইসমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করতে পারেন। ফ্রুট এসিড চুলের তেল ও ময়লা পরিষ্কার করে এবং চুল থাকে উজ্জ্বল, প্রাণবন্ত।

-চুল আঁচড়ানোর জন্য বড় দাঁতের চিরুনি ব্যবহার করা ভালো, এতে চুল কম পড়ে।


ফাহমিদা আক্তার

0 comments:

Post a Comment