Saturday, October 30, 2010

ইস্তাম্বুল

0 comments
পৃথিবীর প্রাচীনতম শহরগুলোর মধ্যে ইস্তাম্বুল অন্যতম। ইস্তাম্বুল তুরস্কের সর্ববৃহৎ নগর ও সমুদ্র বন্দর। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে ইস্তাম্বুলের একাংশ ইউরোপ এবং অপর অংশ এশিয়ায়। বোসপোরাস নামের যে সঙ্কীর্ণ প্রণালিটি এশিয়া থেকে ইউরোপকে বিচ্ছিন্ন করেছে তার ইউরোপীয় দিকেই বিশেষভাবে এ শহরটি অবস্থিত কিন্তু এশিয়ার দিকে এর শহরতলি অঞ্চলসমূহ রয়েছে। আর তাই কৃষ্ণ সাগরের প্রবেশপথ 'ইস্তাম্বুল' নিয়ন্ত্রণ করে। শহরটির মূল অংশ একটি ত্রিভুজাকৃতি শৈলান্তরীপের উপর অবস্থিত। শহরটির উত্তর ভাগ দিয়ে 'গোল্ডেন হর্ন' নামক জলাংশ প্রবাহিত হয়ে গেছে। রোম শহরের মতো এ শহরটিও সাতটি পাহাড়ের উপর নির্মিত। মহান বৈপ্লবিক ঘটনা দ্বারা ইস্তাম্বুলের ইতিহাস মহিমান্বিত। প্রাচীনকালে এর নাম ছিল 'বাইজেন্টাইন'। কিন্তু খ্রিস্টপূর্ব ৩৩০ অব্দে রোম সম্রাট কন্স্টানটাইন যখন একে তার পূর্ব বা বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী করেন তখন এর নামকরণ হয় 'কনস্টানটিনোপল'। তখন থেকে ১৪৫৩ সালে তুরস্কবাসীদের দ্বারা অধিকৃত না হওয়া পর্যন্ত কনস্টানটিনোপল গ্রিক ও রোমান সংস্কৃতি সংরক্ষণ করে আসছিল যখন ওই সংস্কৃতি পশ্চিম ইউরোপের অন্যান্য অংশে বর্বর আক্রমণে ধ্বংস হচ্ছিল, এভাবে এ শহর প্রাচীন ও আধুনিক সভ্যতার যোগাযোগ স্থল ছিল। ভৌগোলিক অবস্থানের কারণে ইস্তাম্বুল ভূমিকম্পপ্রবণ। তথাপি বহু শতাব্দী ধরে ভূমিকম্প সত্ত্বেও এ শহরের অনেক বস্তুই এখনও অটুটভাবে সংরক্ষিত রয়েছে। প্রাচীনতর কনস্টানটাইন গির্জার স্থানে ৫২৭ থেকে ৫৬৫ সালের মধ্যে প্রথম জাস্টিনিয়ান কর্তৃক নবনির্মিত সেন্ট সোফিয়া গির্জা সর্বাপেক্ষা বিখ্যাত বাইজেন্টাইন অট্টালিকাগুলোর অন্যতম। তুর্কিদের আক্রমণের পর এটি মসজিদে পরিণত হয় এবং পরবর্তীতে ১৯৩৫ সালের দিকে এটি মিউজিয়ামে পরিণত করা হয়।



প্রীতম সাহা সুদীপ

0 comments:

Post a Comment