Sunday, October 24, 2010

পৃথিবীর সংক্ষিপ্ত তথ্যপুঞ্জি

0 comments
* পৃথিবীর আনুমানিক বয়স : কমপক্ষে ৪,৫০০ মিলিয়ন বছর।

* ওজন : ৬৫৮,৬৫৪,২৫০,০০০,০০০ কোটি টন।

* সর্বোচ্চ বৃষ্টিপাত হয় : চেরাপুঞ্জি, আসাম, ভারত।

* বৃহত্তম মহাদেশ : এশিয়া।

* বৃহত্তম দেশ : রাশিয়া।

* ক্ষুদ্রতম দেশ : ভ্যাটিকান সিটি।

* বৃহত্তম পর্বত : হিমালয় পর্বত।

* বৃহত্তম হ্রদ : কাস্পিয়ান হ্রদ (রাশিয়া)।

* সর্বোচ্চ শৃঙ্গ : মাউন্ট এভারেস্ট, ৮.৮৪৮ মিটার।

* পৃথিবীর উঁচু মালভূমি : পামীর মালভূমি (চীন)।

* উঁচু শহর : প্যাশকো (পেরু)।

* বৃহত্তম মরুভূমি : সাহারা মরুভূমি (আফ্রিকা)।

* পৃথিবীর বৃহত্তম নদী : মিসিসিপি (আমেরিকা)।

* পৃথিবীর দীর্ঘতম নদী : নীল নদ ( আফ্রিকা)।

* পৃথিবীর প্রশস্ত নদী : আমাজন (আমেরিকা)।

* পৃথিবীর বৃহত্তম বাঁধ : নিপার বাঁধ (রাশিয়া)।

* পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত : নায়াগ্রা জলপ্রপাত (আমেরিকা)।

* পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর : জেদ্দা বিমানবন্দর (সৌদি আরব)।

* পৃথিবীর বৃহত্তম রেলপথ : ট্রান্স সাইবেরিয়ান রেলপথ (রাশিয়া)।

* পৃথিবীর বৃহত্তম জাদুঘর : ব্রিটিশ মিউজিয়াম।



-ফারহানা মাহমুদ

0 comments:

Post a Comment