Thursday, November 11, 2010

লোথাল

0 comments
প্রাচীন লোথাল নগরীর খোঁজে আপনাকে যেতে হবে ভারতের বর্তমান গুজরাটে। খ্রিস্টপূর্ব ২৪০০ সাল থেকে সিন্ধু অববাহিকায় এ সাম্রাজ্য ছিল ভারতের সর্বপ্রধান নৌবাণিজ্যকেন্দ্র । সাম্রাজ্যটি প্রথম আবিষ্কৃত হয় ১৯৫৪ সালে। নৌবাণিজ্যকেন্দ্র লোথালের এ ডককে ধরা হয় পৃথিবীর অন্যতম প্রাচীন ডক। পশ্চিম এশিয়া ও আফ্রিকার সঙ্গে ভারতের বাণিজ্যের জন্যই প্রধানত এ নৌকেন্দ ব্যবহার করা হতো। অষ্টম শতাব্দীতে অজানা কারণে শহরটি ধ্বংস হয়ে যায়।

0 comments:

Post a Comment