Thursday, November 11, 2010

বিজয়নগর

0 comments
বিজয়নগর সাম্রাজ্যের বিজয়নগর ছিল রাজধানী, হিন্দু সাম্রাজ্যের ইতিহাসে অন্যতম বৃহৎ পরাশক্তি। ঐতিহাসিকদের মতে, প্রাচীন এ নগরীর প্রাচুর্য ও ক্ষমতার মূলে ছিল হীরকখনি। যা থেকে সেই প্রাচীনকালেই হীরা উত্তোলন করা হতো। উল্লেখ্য, পৃথিবীর সর্ববৃহৎ ও বিখ্যাত হীরা 'কোহিনূর' বিজয়নগরের গোলাকুণ্ডা থেকেই উত্তোলন করা হয়। বর্তমানে ভারতের কর্নাটকে অবস্থিত এ সাম্রাজ্য ১৩৩৬ সালে প্রতিষ্ঠা করেন সম্রাট হরিহরন। ১৩৩৮ থেকে ১৫২৯ সাল পর্যন্ত সাম্রাজ্যেও সৌভাগ্যসূর্য ছিল মধ্যগগনে। এ সময় সম্রাট কৃষ্ণদেবের আমলে বিজয়নগরে স্থাপিত হয় ভারতবর্ষের প্রাচীন বিপণিকেন্দ্র । বিজয়নগর সাম্রাজ্য বিলুপ্ত হয় ১৬৪৬ সালে বিজয়পুর এবং গোলকুণ্ডার সুলতানদের আক্রমণের ফলে।
**সন্দীপন বসু**

0 comments:

Post a Comment