Thursday, November 11, 2010

জেনে নিন

0 comments
পানিতে হাঁসের ডানা না ভেজার কারণ_

হাঁসের শরীরের পেছনে তৈলগ্রন্থি থাকে। এটা থেকে ঠোঁট দিয়ে তেল নিয়ে হাঁস পালক তৈলাক্ত রাখে, তাই ডানা জলে ভেজে না।

০০ শরীরের রক্তনালিতে রক্ত জমাট বাঁধে না কেন?

রক্তনালির মধ্যে অনুচক্রিকা বিনষ্ট হয় না, ফলে রক্ত সঞ্চালনের প্রাথমিক শর্ত থ্রম্বোপস্নাস্টিন নির্গত হয় না বলে রক্ত জমাট বাঁধে না।

০০ লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ার কারণ_

স্পর্শ করলে লজ্জাবতী লতা নুয়ে পড়ার কারণ এর ন্যাস্টিক চলন, সিসোমান্যাস্টির জন্য। এই ধরনের উদ্ভিদের পাতার গোড়ায় স্ফীত অংশ বা পালভিনাস থাকে। স্পর্শের ফলে পালভিনাস থেকে পানি অন্য কোষে ছড়িয়ে পড়ায় পাতা ঝুলে পড়ে।

০০ মাছ পানিতে সাঁতার কাটে কিভাবে?

মাছ পানিতে সাঁতার কাটে মাংসপেশির সংকোচন আর জোড়বিজোড় পাখনার ক্রিয়াতে।

০০ ঘাসের রঙ সবুজ হওয়ার কারণ_

ঘাসের কোষের মধ্যে ক্লোরোপস্নাস্ট নামক এক ধরনের পদার্থ থাকে। ফলে ঘাস সবুজ হয়।
***********************************************************
প্রথম চিড়িয়াখানা

বিশ্বের প্রথম চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয় টলেমীর শাসনামলে (২৮৫-২৪৬) তৎকালীন মিশরের রাজধানী আলেকজান্দ্রিয়ায়। এ চিড়িয়াখানায় সংগৃহীত প্রাণীকূলের সংখ্যা অনেক ছিলো। সংগৃহীত প্রাণীকূলের মধ্যে উলেস্নখযোগ্য ছিলো ৪৫ ফুট দীর্ঘ অজগর, হরেক প্রজাতির বিড়াল, জিরাফ, চিতা, গন্ডার, শ্বেত ভালুক, বনমহিষ, ময়ূর ও নানা প্রজাতির পাখি। চিড়িয়াখানাটি ছিলো আলেকজান্দ্রিয়ার বিখ্যাত মিউজিয়ামের পাশে।
০০ ০০০০ ০০০০ ০০০০ ০০০০ ০০০০ ০০০০ ০০০০ ০০০০ ০০

বৈজ্ঞানিক আবিষ্কার ও আবিষ্কারক

হাইড্রোজেন :১৭৬৬ সালে ইংল্যান্ডের জন ক্যাভেন্ডিস।

রঞ্জনরশ্মি :১৮৯৫ সালের জার্মানির রন্টনজেন।

পেনিসিলিন :১৯২৯ সালে আমেরিকার ফ্লেমিং ওক্লোরি।

রিভলবার :১৮৩৫ সালে আমেরিকার বোল্ট।

থার্মোমিটার :১৭১৪ সালে ফারেনহাইট।

মোটরগাড়ি :১৮৮৭ সালে জার্মানির ডেমলার।
০০ ০০০০ ০০০০ ০০০০ ০০০০ ০০০০ ০০০০ ০০০০ ০০০০ ০০
-প্রত্যেকের বৃদ্ধাঙ্গুলের দৈর্ঘ্য তার নাকের দৈর্ঘ্যের সমান।

-হাতের মুঠির বেড় নিজ পায়ের পাতার দৈর্ঘ্যের সমান।

-প্রত্যেকের দুই পায়ের ওজন শরীরের মোট ওজনের তিন ভাগের এক ভাগ।

-দেহের সবচেয়ে সবল মাংসপেশি জিহ্বা।

-দুই বাহু দুই দিকে প্রসারিত করলে তার দৈর্ঘ্য হয় ১ মিটার।

-পূর্ণবয়স্ক ব্যক্তি প্রতি মিনিটে শ্বাস নেয় ১২-১৮ বার. একদিনে প্রায় ২৩ হাজার ০৪০ বার।

-২৪ ঘণ্টায় হৃদস্পন্দন ১ লাখ ৩০ হাজার ৬৮০ বার।

-৫ মিনিট রক্ত সঞ্চালন বন্ধ থাকলে এবং স্বাভাবিকভাবে ৩ মিনিট ২০ সেকেন্ড শ্বাস-প্রশ্বাস বন্ধ থাকলে মৃত্য নিশ্চিত হয়ে যায়।

0 comments:

Post a Comment