Sunday, November 28, 2010

আকাশ কেন নীল

0 comments
রংধনুর যত রং সবটাই রয়েছে সূর্যরশ্মিতে। এ সূর্যের আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে পৃথিবীমুখী হয়, তখন গ্যাস কণা এবং অন্যসব উপাদান এদের রং ছড়ায়। যে রঙের ওয়েভলেংথ যত কম সেটি তত দ্রুত এবং সহজে ছড়ায়। যেহেতু সূর্যের আলোস্থিত রং সমূহের মধ্যে নীলের ওয়েভলেংথ সবচেয়ে কম তাই এটিই দ্রুত ও সহজে ছড়ায়, এজন্য আমরা আকাশ নীল দেখি।

0 comments:

Post a Comment