Tuesday, November 16, 2010

হাত ও নখের যত্ন

0 comments
-নখের কোণে লুকিয়ে থাকা জীবাণু দূর করতে হালকা কুসুম গরম পানিতে একটু লিকুইড সোপ মিলিয়ে নিন, হাতে একটু ম্যাসাজ ক্রিম বা অলিভ ওয়েল অথবা অ্যাযারোমা এসেনসিয়াল অয়েল মেকে পানিতে হাত ডুবিয়ে রাখুন সাত-আট মিনিট। এরপর নেইল ব্রাশ দিয়ে ঘষে নখ পরিষ্কার করে নিন। এতে নখের কোণে লুকিয়ে থাকা জীবাণু সব বেরিয়ে যাবে। পরিষ্কার সাধারন পানিতে হাত ধুয়ে শুকনো তোয়ালে চেপে মুছে নিন। এবার হাতে ময়েশ্চারাইজার লাগান। এতে আপনার হাত হবে মসৃণ।

-হাতের ত্বকের মসৃণতা ফিরিয়ে আনতে ঘরে তৈরি করতে পারেন এই প্যাকটি; চন্দনের গুঁড়া, মুলতানি মাটির সাথে একটু মধু ও আলুর রস। এই প্যাকটি হাতে লাগিয়ে ১০-১২ মিনিট রেখে শুকিয়ে গেলে লেবুর রস এবং অল্প শ্যাম্পু মিশ্রিত কুসুম গরম পানিতে হাত ধুয়ে ফেলুন। পরিষ্কার সাধারন পানিতে হাত ধুয়ে শুকনো তোয়ালে চেপে মুছে নিন। এরপর হাতে লাগিয়ে নিন ভালো কোনো ময়েশ্চারাইজার।

0 comments:

Post a Comment