Friday, December 3, 2010

উইকিলিকস এখন সুইচ ডোমেইনে

0 comments
গোপন তথ্য ফাঁস করে বিশ্বব্যাপী বহুল আলোচিত ‘উইকিলিকস'র ওয়েবসাইটটি বন্ধ করে দেয়ার ৬ ঘণ্টা পর নতুন ঠিকানায় (wikileaks.ch) আবার চালু হয়েছে। বিপুল সাইবার হামলার মুখে শুক্রবার সাইটির ডমেইন নেম সিস্টেম প্রোভাইডার ইভরিডিএনএস.নেট wikileaks.org সাইটি বন্ধ করে দেয়।

প্রোভাইডার কোম্পানিটি জানায়, ক্রমাগত সাইবার হামলার শিকার হওয়ায় ওই ওয়েবসাইটটি বন্ধ করে দেয়া হয়। এ হামলার কারণে তাদের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তারা জানিয়েছে।

সাইটি বন্ধ করে দেয়ার পর সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ‘টুইটারে' দেয়া এক বার্তায় উ‌ইকিলিকসকে শক্তিশালী করতে সবার সহযোগিতা চান কর্তৃপক্ষ। এতে আরো বলা হয়েছে-উইকিলিকস নিঃসঙ্কোচে বিশ্বের সব গোপন এবং সত্যিকারের তথ্য সবার সামনে তুলে ধরছে। তাই স্বাধীন এই মাধ্যমটিকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করারও আহ্বান জানানো হয়।

প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর নতুন সুইস ডোমেইন ঠিকানা (wikileaks.ch) নিয়ে সাইটটির আত্মপ্রকাশ ঘটে।

0 comments:

Post a Comment