Saturday, December 25, 2010

মানুষ গন্ধ টের পায় কেমন করে

0 comments
মানুষ নাকের সাহায্যে গন্ধ অনুভব করে। গন্ধ গ্রহণ করার জন্য নাকের মধ্যে ঘ্রাণ আবরণী কলা থাকে। এর মধ্যে থাকে অসংখ্য ঘ্রাণ ও স্তম্ভাকার কোষ। এর মধ্যে আছে হলুদ রঙের রঞ্জক পদার্থ। ঘ্রাণ কোষের সঙ্গে ঘ্রাণ স্নায়ু যুক্ত থাকে। এর সাহায্যে আমরা গন্ধ টের পাই।

0 comments:

Post a Comment