Saturday, January 1, 2011

বুর্জ খলিফা

0 comments
৪ জানুয়ারি ২০১০, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের সবচয়ে উঁচু ভবন একুশ শতকের বিস্ময বুর্জ খলিফা উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন দুবাইর শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মকতুম। স্থাপত্য শিল্পের অতুলনীয় নিদর্শন দুবাইয়ের এ টাওয়ারটি বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ারও। এর অবস্থান দোহা স্ট্রিট, শেখ জায়েদ সড়ক, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এই স্থাপনার স্থপতি অড্রিয়ান স্মিথ (যুক্তরাষ্ট্র)। বুর্জ আল খলিফার নির্মাণকাজ শুরু হয় ২১ সেপ্টেম্বর ২০০৪। আর কাজ শেষ হয় ২০০৯ সালের সেপ্টেম্বরে। ১৬০ তলাবিশিষ্ট এই আকাশচুম্বী ভবনের উচ্চতা ২৭১৭ ফুট বা ৮২৮ মিটার। আর এর ওজন ৫ লাখ টন। ৫.৬৭ মিলিয়ন বর্গফুট আয়তনবিশিষ্ট এই ভবনটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ১৬ বিলিয়ন মার্কিন ডলার। ভবনের মূল বৈশিষ্ট্য হচ্ছে ৫৯ মাইল বা ৯৫ কিলোমিটার দূর থেকে এ ভবন খালি চোখে দেখা যায়। টাওয়ারটির কাঠামোর ৩ লাখ ৩০ হাজার কিউবিক মিটার কংক্রিট, ৩৯ হাজার মিটার স্টিল, ১ লাখ ৩ হাজার বর্গমিটার কাচ এবং ১ লাখ ৫৫ হাজার বর্গমিটার স্টেইনলেস স্টিল। এতে রয়েছে ১৮৫ মিলিয়ন বর্গফুটের আবাসিক এলাকা, ৩ লাখ বর্গফুট আয়তনের অফিস এলাকা, অ্যাপার্টমেন্ট-১ হাজার ৪৪টি, ডাবল ডেকার এলিভেটর-৬৬টি। এটিই পৃথিবীর সর্বোচ্চ ভবন। ২ হাজার ৭১৭ ফুট (৮২৮ মিটার) ভবনটি সবচেয়ে বেশি তলাবিশিষ্ট ভবনও বটে। [১৬০ তলা]। এতে রয়েছে পৃথিবীর দ্রুততম এলিভেটের যাত্রা-সেকেন্ডে ১৮ মিটার অর্থাৎ ঘণ্টায় ৪০ মাইল, রয়েছে উচ্চতম আবাসন ব্যবস্থা-১০৮তলা পর্যন্ত, সর্বোচ্চ স্থানে মসজিদ-১৫৮ তলা, উচ্চতম স্থানে সুইমিংপুল ৭৬ তলায়, উচ্চতম স্থানে পর্যবেক্ষণ ডেক বা টাওয়ার-৪৪২ মিটার উঁচুতে।

0 comments:

Post a Comment