Sunday, January 23, 2011

শুধু শীতপ্রধান দেশেই তুষারপাত হয় কেন

0 comments
গ্রীষ্মপ্রধান দেশে তুষারপাত হয় না। এখানে সূর্যের উত্তাপ প্রখর থাকে। সূর্যের উত্তাপে ভূ-পৃষ্ঠ, ইট, পাথর এবং অন্যান্য কঠিন পদার্থ খুবই উত্তপ্ত হয়ে পড়ে। সূর্য অস্ত যাওয়ার পরও ভূ-পৃষ্ঠ ও অন্যান্য পদার্থ তাপ বিকিরণ করতে থাকে। বায়ুর জলীয়বাষ্প ঘনীভূত হয়ে জলবিন্দুর আকার ধারণ করতে উষ্ণতা ৩১-৩২ নামা দরকার। গ্রীষ্মপ্রধান দেশে কেবল শীত ও বসন্তের মাঝামাঝি পর্যন্ত মাস তিনেক বায়ুর উষ্ণতা এরকম পর্যায়ে থাকে। কিন্তু শীতপ্রধান দেশে এবং উচ্চ পার্বত্য অঞ্চলে উষ্ণতা মাইনাস ৩০ ডিগ্রির নিচেও নেমে যায়। ফলে ঘনীভূত হওয়া জলীয়বাষ্প বা শিশিরবিন্দু আরও শীতল হয়ে তুষারে পরিণত হয়ে যায়। অত্যধিক শীতের জন্য শীতপ্রধান দেশে বৃষ্টিপাত বলতে গেলে হয়ই না। এর পরিবর্তে তুষারপাত হয়। তাই গ্রীষ্মপ্রধান অঞ্চলে তুষারপাত হয় না।

ফারহানা মাহমুদ তন্বী

0 comments:

Post a Comment