Tuesday, January 25, 2011

ভিক্টোরিয়া জলপ্রপাত

0 comments
ভিক্টোরিয়া জলপ্রপাতকে স্থানীয় আফ্রিকান ভাষায় বলে 'মোসি ওয়া-টানইয়া', যার অর্থ বজ সহ ধোঁয়া। কিছু পরিমাপে ও এ জলপ্রপাত পৃথিবীর সবচেয়ে বড়। তবে এ বিষয়টি নিয়ে অনেক বিতর্কও আছে। যদিও ভিক্টোরিয়া জলপ্রপাত সবচেয়ে উঁচু বা প্রশস্ত কোনোটিই নয়।
তবুও কিছু যুক্তির ভিত্তিতে একে সবচেয়ে বড় জলপ্রপাত বলা হয়। কারণ ১.৭ কিলোমিটার প্রশস্ত এবং ১০৮ মিটার (৩৬০) উচ্চতার ফলে এখানে সবচেয়ে বড় জলধারা নিচে পতিত হয়।

ভিক্টোরিয়ার জলপ্রপাত আরও একটি কারণে বেশি গুরুত্বপূর্ণ। এ এলাকা জীববৈচিত্র্যে সমৃদ্ধ এবং অন্যান্য যে কোনো জলপ্রপাতের চেয়ে এখানে অনেক বেশি বন্যপ্রাণী দেখা যায় খুব সহজেই।

ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। তা ছাড়া এটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।

এই জলপ্রপাত আফ্রিকা মহাদেশের জাম্বিয়া ও জিম্বাবুয়ে এ দুই দেশের সীমান্তে অবস্থিত। উভয় দেশের স্ব স্ব ন্যাশনাল পার্ক এ জলপ্রপাতের দেখাশোনা ও রক্ষণাবেক্ষণ করে থাকে। প্রতি বছর অসংখ্য পর্যটক প্রকৃতির সানি্নধ্যে কাটাতে এখানে ছুটে আসেন।

0 comments:

Post a Comment