Tuesday, January 25, 2011

কালী মন্দির, চালিতাবাড়িয়া, কেশবপুর, যশোর

0 comments
কেশবপুর উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের প্রায় ৩০০ বছরের পুরনো নোয়ানী জমিদার বাড়ির ব্রহ্মময়ী কালী মন্দিরটি রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে বিলীন হতে চলেছে। কেশবপুর উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার পশ্চিমে প্রাচীন এই দর্শনীয় মন্দিরটি প্রায় ৪ শতক জমির ওপর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকলেও জরাজীর্ণ ভবনটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। উপজেলার চালিতাবাড়িয়া গ্রামসহ পার্শ্ববর্তী ভালুকঘর, শ্রীরামপুর, জাহানপুর, সাতবাড়িয়া গ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা এখানে পূজা-অর্চনা করে থাকেন। ৩ কক্ষবিশিষ্ট মন্দিরটি পশ্চিম পাশে ৩টি সদর দরজা ও ভেতরে মূল মন্দিরে প্রবেশের জন্য ১টি দরজা রয়েছে। এছাড়া মন্দিরের দুই পাশে দুটি কামরা ও দুটি জানালা এখনো দৃশ্যমান। মন্দিরটি পোড়ামাটির কারুকার্যে শোভিত ছিল বলে অনুমিত। পাশে একটি শিবমন্দির সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। মন্দিরের উত্তরে প্রায় ৪ বিঘা আয়তনের ১টি দীঘি রয়েছে। মন্দিরে প্রতিবছর জাঁকজমকভাবে কালীপূজাসহ প্রতি মঙ্গলবার হরিসভা অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি শম্ভু দেবনাথ, সম্পাদক বিকাশ কুমার নাগ, সাংগঠনিক সম্পাদক গোপালচন্দ্র পাল জানান, মন্দির সংস্কারের জন্য এখনো কোনো সরকারি-বেসরকারি সাহায্য পাওয়া যায়নি।

0 comments:

Post a Comment