Sunday, February 13, 2011

বসন্ত উৎসব

0 comments
জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ-১৪১৭ এর উদ্যোগে চারুকলার বকুলতলায় দিনব্যাপী উদযাপিত হয় বসন্ত উৎসব। প্রাণের এই উৎসবে আসা তরুণীরা পরেছিলেন বাসন্তী শাড়ি। কপালে এঁকেছিলেন লাল টিপ। খোঁপায় গাঁদা ফুল। অন্যদিকে তরুণরা জড়িয়েছিলেন রঙিন পাঞ্জাবি। চারুকলার বিশাল বকুল গাছে ফানুসাকৃতির লণ্ঠন ও ঘুড়ি ঝুলিয়ে আনা হয়েছিল উৎসবপূর্ণ আমেজ।
সব বয়সের নারী-পুরুষ শামিল হয় সম্প্রীতি ও সৌহার্দ্যের এ প্রাণের মেলায়। বসন্তের দোলা যখন অরণ্যকে মাতায়, নৃত্য ওঠে পাতায় পাতায়, তখন সূচিত হয় সুন্দরকে অর্ঘ্যদান, নতুন আশায় নতুন জাগরণে উন্মুখ হয়ে ওঠে প্রকৃতি ও সমাজ।

0 comments:

Post a Comment