Thursday, February 3, 2011

চিত্রবিচিত্র

0 comments
ইতালির রোম নগরীর অধিবাসী ব্রাদার জিয়োভানি্ন ব্যাতিস্তা আরমোনিসো ছিলেন একজন সর্বজন প্রিয় দন্ত চিকিৎসক। তিনি ১৮৬৮ খ্রিস্টাব্দে দন্ত চিকিৎসক পেশায় আত্মনিয়োগ করেন। তিনি পেশায় নিযুক্ত হওয়ার পর থেকে ১৯০৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ২০ লাখ ৭৭৪টি দাঁত তুলেছেন। তিনি সারা জীবনে যতগুলো দাঁত তুলেছেন সবই একটি বিশালায়তন বাক্সবন্ধী করে রেখেছেন। তার মৃত্যুর পর বাক্স খুলে গণনার মাধ্যমে ওই সংখ্যা পাওয়া যায়।

চীনের প্রাচীরের দৈর্ঘ্য প্রায় ২৪৮০ মাইল।

স্থলচর, জলচর ও খেচর প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় চোখের মালিকরা গভীর সমুদ্রে বাস করে। এরা হিংস্র সামুদ্রিক প্রাণী বিশালদেহী স্কুইড। তবে বৃহত্তম সামুদ্রিক প্রাণী নীল তিমি। তাদের চোখের পরিধি প্রায় পৌনে পাঁচ ইঞ্চি। কিন্তু স্কুইডের চোখের পরিধি পনের ইঞ্চিরও বেশি। স্কুইড আর্টিটেউথিস গোত্রের সামুদ্রিক প্রাণী।

রকমারি ডেস্ক

0 comments:

Post a Comment